তাইওয়ান বিষয়ে বাইডেন-জিনপিং'র আলোচনা
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২১, ২১:২৭
তাইওয়ানের বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি তাইওয়ানের আকাশে চীনের রেকর্ড সংখ্যক সামরিক বিমান অনুপ্রবেশ করেছে। এতে তীব্র উত্তেজনা শুরু হওয়ার পর তাদের মধ্যে এই আলোচনার কথা সামনে এলো। ৪০ বছরের মধ্যে চীনের সঙ্গে খুব খারাপ সম্পর্ক যাচ্ছে বলে উল্লেখ করেছেন তাইওয়ানের কর্মকর্তারা।
বুধবার (৬ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (৫ অক্টোবর) তাইওয়ানের ওপর চীনের উসকানিমূলক আচরণ ইস্যুটি নিয়ে শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা হয়েছে বাইডেনের। হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাইডেন জানান, চীনের প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা হয়েছে। তাইওয়ান চুক্তির সঙ্গে আমরা একমত। আমার বিশ্বাস তিনি (শি জিনপিং) চুক্তির বাইরে কিছুই করবেন না।
সম্প্রতি তাইওয়ানের আকাশসীমায় রেকর্ড সংখ্যক চীনা যুদ্ধবিমান মহড়ায় অংশ নেয়। এই ঘটনার পর চীনকে তাদের এ ধরনের ‘দায়িত্বজ্ঞানহীন উসকানিমূলক কাজ’ বন্ধ করার আহ্বান জানিয়েছে তাইওয়ান ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: তাইওয়ান
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।