গোপনে তাইওয়ানকে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২১, ২১:১৭
গোপনে তাইওয়ানের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রায় বছরখানেক ধরে চলছে এই কার্যক্রম। বৃহস্পতিবার (৭ অক্টোবর) প্রভাবশালী মার্কিন দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের প্রায় দুই ডজন সেনা কর্মকর্তা তাইওয়ানের স্থল ও নৌসেনাদের অন্তত এক বছর ধরে প্রশিক্ষণ দিচ্ছেন বলে পত্রিকাটি জানিয়েছে। মার্কিন প্রশিক্ষকরা অস্থায়ী ভিত্তিতে তাইওয়ানে কার্যক্রম চালাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের আগে থেকেই চলছে এই কার্যক্রম।
তবে, তাইওয়ানকে প্রশিক্ষণ সহায়তার বিষয়টি পেন্টাগন স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি। তাদের মুখপাত্র জন সাপল বলেছেন, তাইওয়ানের চাহিদার ওপরই মার্কিন বাহিনীর সামরিক সহায়তা নির্ভর করে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: যুক্তরাষ্ট্র
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।