ব্রিটিশ এমপিকে হত্যার দায়ে একজন আটক

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১, ২৩:০৭

ব্রিটিশ এমপি স্যার ডেভিড আমেস

ব্রিটিশ এমপি স্যার ডেভিড আমেসকে হত্যার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হওয়া যুবকের নাম আলী হারবি আলী। শুক্রবার (২২ অক্টোবর) পর্যন্ত পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে।

শুক্রবার (১৫ অক্টোবর) এমপি অ্যামেস ছুরিকাঘাতে খুন হওয়ার সময় ঘটনাস্থল থেকে ছুরিসহ আলীকে আটক করে পুলিশ। প্রথমে আলীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হলেও শুক্রবার রাতে তাকেই সন্ত্রাসবাদ আইনে আটক দেখানো হয়। শনিবার (১৬ অক্টোবর) আদালত তাকে ২২ অক্টোবর পর্যন্ত জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।

এ ঘটনায় আর কেউ জড়িত নেই বলেই মনে করেন কর্মকর্তারা। এর আগে শুক্রবার (১৫ অক্টোবর) লেগ-অন-সিতে বেলফেয়ারস মেথোডিস্ট গির্জায় তার আসনের লোকজনের সঙ্গে নিয়মিত বৈঠক করার সময় একাধিকবার ছুরিকাঘাতে তিনি নিহত হয়েছেন।

এনএফ৭১/এমএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top