ভার্জিনিয়ার নতুন গভর্নর গ্লেন ইয়োনকিন
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২১, ০৫:২৮
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের পরবর্তী গভর্নর নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী গ্লেন ইয়োনকিন। ৯৯ শতাংশ ভোট গণনা শেষে ডেমোক্র্যাট প্রার্থী টেরি ম্যাকআলফির চেয়ে তিনি ২.৭ পয়েন্টে এগিয়ে থেকে তিনি জয়ী হন। গ্লেন ইয়োনকিনের জয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শিবিরের জন্য একটি বড় আঘাত বলে মনে করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
বুধবার (৩ নভেম্বর) উল্লাসরত সমর্থকদের উদ্দেশে রিপাবলিকান প্রার্থী গ্লেন ইয়োনকিন এই বিজয়কে স্মরণীয় আখ্যা দিয়েছেন। তিনি বলেন, একসঙ্গে আমরা এই কমনওয়েলথের গতিপথ বদলে দেবো। আর বন্ধুরা, আমরা প্রথম দিন থেকে পরিবর্তনের কাজ শুরু করতে যাচ্ছি।
নির্বাচনে হেরে যাওয়া ডেমোক্র্যাট প্রার্থী টেরি ম্যাকআলফি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভার্জিনিয়ার গভর্নরের দায়িত্ব পালন করেন। নির্বাচনের আগে হওয়া জনমত জরিপেও এগিয়ে ছিলেন তিনি। তবে কয়েক সপ্তাহ ধরে গ্লেন ইয়োনকিনের সঙ্গে তার ব্যবধান কমতে থাকে।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: ভার্জিনিয়া গ্লেন ইয়োনকিন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।