বৃহঃস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

কয়লা ব্যবহার বন্ধে সম্মত ১৯০টি দেশ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২১, ২০:৪২

কয়লা ব্যবহার বন্ধে সম্মত ১৯০টি দেশ

এবারের জাতিসংঘ জলবায়ু পরির্বতন বিষয়ক সম্মেলনে অন্তত ১৯০টি দেশ ও সংস্থা কয়লার ব্যবহার বন্ধে রাজি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য।

ব্রিটিশ সরকার জানিয়েছে, কপ২৬ সম্মেলনে কয়লার ব্যবহার বন্ধে রাজি হওয়া দেশগুলোর মধ্যে পোল্যান্ড, ভিয়েতনাম, চিলির নাম রয়েছে। তারা নতুন করে কয়লা বিদ্যুৎ প্রকল্পে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আর কোনো বিনিয়োগ করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।

স্বাক্ষরকারী দেশগুলো আরও প্রতিশ্রুতি দিয়েছে, বর্তমানে যেসব কয়লা প্রকল্প চালু আছে, ধীরে ধীরে সেগুলোকে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে রূপান্তর করা হবে।

তবে এমন সুখবরের মধ্যেই হতাশা ছড়িয়েছে চীন, ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র। বিশ্বের অন্যতম শীর্ষ কয়লা ব্যবহারকারী এসব দেশ জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের চুক্তিতে সই করেনি।

যুক্তরাজ্য আরও জানিয়েছে, চুক্তি অনুসারে ধনীদেশগুলো ২০৩০’র দশক এবং তুলনামূলক দরিদ্ররা ২০৪০’র দশকের মধ্য কয়লা ব্যবহার থেকে সরে আসবে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top