২০ মাস পর সীমান্ত খুলছে যুক্তরাষ্ট্র
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২১, ০০:২৯
করোনা মহামারিতে প্রায় ২০ মাস বন্ধ থাকার পর সীমান্ত খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকারী সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (৮ নভেম্বর) থেকে টিকার ডোজ পূর্ণকারী পর্যটকরা স্থল ও আকাশপথে পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন।
নতুন নিয়ম অনুযায়ী, উড়োজাহাজে ওঠার আগেই বিদেশিদের টিকা নেওয়ার প্রমাণ দেখাতে হবে, ভ্রমণের আগের তিন দিনের মধ্যে করা কোভিড-১৯ নমুনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট এবং নিকটজনের সঙ্গে যোগাযোগের তথ্য দিতে হবে। এসব ভ্রমণকারীর যুক্তরাষ্ট্রে প্রবেশের পর কোয়ারেন্টিন পালন করতে হবে না।
নিষেধাজ্ঞার কারণে এতদিন যুক্তরাজ্য, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইরান, ব্রাজিল এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বেশকিছু দেশসহ পৃথিবীর বহু দেশের লোকজন যুক্তরাষ্ট্রে যেতে পারছিলেন না।
এর আগে ২০২০ সালের শুরুর দিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাস মহামারির বিস্তার রোধে যুক্তরাষ্ট্রের সব সীমান্ত বন্ধ করে দেন। এরপর প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর সেই সিদ্ধান্ত বহাল রাখেন। এতে বেশ সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট জো বাইডেন।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: যুক্তরাষ্ট্র করোনা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।