জলবায়ু সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২১, ০২:২১
আগামী দশকজুড়ে জলবায়ু সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। স্কটল্যান্ডের গ্লাসগোয় চলমান কপ-২৬ জলবায়ু সম্মেলনে দুটি দেশের পক্ষ থেকে আকস্মিক এ ঘোষণা এসেছে।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, বুধবার (১০ নভেম্বর) এক যৌথ ঘোষণায় একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দুটি দেশ। যৌথ ঘোষণায় বলা হয়েছে, জলবায়ু সংকট মোকাবিলায় দুটি দেশের পক্ষ থেকে একসঙ্গে কাজ করা করা হবে। এর মাধ্যমে প্যারিস চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রিতে রাখার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা অর্জন করা যাবে। ওই লক্ষ্য অর্জনের পথে যে উল্লেখযোগ্য ফাঁক রয়েছে তা বন্ধ করার জন্য ধাপে ধাপে প্রচেষ্টার আহ্বান জানানো হয়েছে দুই দেশের ঘোষণায়।
এদিকে বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত করতে পারলে, তা মানবজাতিকে জলবায়ুর সবচেয়ে খারাপ প্রভাব এড়াতে সাহায্য করবে। একে প্রাক-শিল্পযুগের তাপমাত্রার সঙ্গে তুলনা করা হয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: চীন যুক্তরাষ্ট্র জলবায়ু সহযোগিতা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।