লিভারপুলে ট্যাক্সি বিস্ফোরণে নিহত ১
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১, ০১:৫৫
যুক্তরাজ্যের লিভারপুলের ওমেন্স হাসপাতালের বাইরে গাড়ি বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দেশটির সন্ত্রাসবাদ আইনে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) বিবিসি জানায়, ওই হাসপাতালের বাইরে একটি ট্যাক্সি রবিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় বেলা ১১টার ঠিক আগে একজন যাত্রী তুলে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় বিস্ফোরিত হয়।
বিস্ফোরণে ট্যাক্সিতে থাকা যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় ট্যাক্সির চালক আহত হয়েছেন। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।
কাউন্টার টেরোরিজম পুলিশ নর্থ ওয়েস্টের গোয়েন্দারা জানিয়েছেন, ২৯, ২৬ ও ২১ বছর বয়সী তিনজনকে শহরের কেনসিংটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।