করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে শীর্ষে রাশিয়া
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১, ০০:১০
বিশ্বে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৭ হাজার ৫৭০ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৬ হাজার ৭১৫ জন। আগের ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ভাইরাসটিতে ৭ হাজার ৮০৭ জনের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত হয়েছিলেন ৫ লাখ ৭৭ হাজার ৬৪৯ জন।
শুক্রবার (১৯ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৫১ লাখ ৪৬ হাজার ১৬৬ জনে এবং আক্রান্ত পৌঁছেছে ২৫ কোটি ৬৩ লাখ ৪ হাজার ৬৮৯ জনে।
২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। তবে ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে শীর্ষে উঠে গেছে রাশিয়া। এসময়ে দেশটিতে করোনায় ১ হাজার ২৫১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৩৭৪ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৯২ লাখ ১৯ হাজার ৯১২ জন এবং মোট মারা গেছেন ২ লাখ ৬০ হাজার ৩৩৫ জন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: করোনাভাইরাস যুক্তরাষ্ট্র রাশিয়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।