কৃষি আইন প্রত্যাহার করতে যাচ্ছে মোদী সরকার

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১, ০১:২১

কৃষি আইন প্রত্যাহার করতে যাচ্ছে মোদী সরকার

অবশেষে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করতে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার। প্রায় এক বছর ধরে আইন নিয়ে আন্দোলন করছিলেন কৃষকরা।

শুক্রবার (১৯ নভেম্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যে কৃষি আইন কার্যকর করা নিয়ে অনড় ছিল ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। সেই অবস্থান থেকে সরে আসছে তারা। কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দেওয়ার সময় অনেকটা আক্ষেপের সুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘আমাদের উদ্দেশ্য সৎ ছিল। কিন্তু কৃষি আইনের সুফলের কথা কিছু কৃষককে আমরা বোঝাতে পারিনি।’’

আন্দোলনের পথ ছেড়ে কৃষকদের আবারও চাষাবাদে ফেরার আহ্বান জানান তিনি। নরেন্দ্র মোদী বলেন, ‘‘আসুন, সব আবার নতুন করে শুরু করা যাক।’’ তিনি আরও বলেন, ‘‘এখন কাউকে দোষারোপের সময় নয়।’’

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top