কঙ্গোতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় নিহত ১২ জন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১, ০৫:২৫

কঙ্গোতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় নিহত ১২ জন

গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১২ জন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে বাস্তুচ্যুত নিরীহ মানুষের ওপর চালানো হয় ওই হামলা। এক সামরিক মুখপাত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রোববার রাতে কোঅপারেটিভ ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য কঙ্গোর (কোডেকো) বিদ্রোহীরা ড্রোড্রো গ্রাম ঘিরে ফেলে। হামলায় নিহত হয়েছে ৬ শিশু, চার পুরুষ এবং দুই নারী। ইতুরির সামরিক সরকারের এক মুখপাত্রনিউজ এ তথ্য নিশ্চিত করেন। তবে বেশ কিছু গ্রুপ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বেশি।

এদিকে, ২০১৭ সাল থেকেই ওই অঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিদ্রোহীদের হামলায় শত শত মানুষ নিহত হয়েছে। এছাড়া নিজেদের বাড়ি-ঘর হারিয়েছে আরও কয়েক হাজার মানুষ।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top