করোনাকে হারাতে মাত্র ৩০ শতাংশ কার্যকর মলনুপিরাভির

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২১, ০১:০৮

করোনাকে হারাতে মাত্র ৩০ শতাংশ কার্যকর মলনুপিরাভির

মার্কিন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান মার্ক কোভিড-১৯ মোকাবিলায় ক্যাপসুল আসায় গোটা বিশ্বই উৎফুল্ল হয়ে উঠেছিল। কিন্তু সেই খুশি এখন অনেকটাই ম্রিয়মান। কারণ মার্ক নিজেই জানিয়েছে, তাদের ওষুধ মলনুপিরাভির করোনাভাইরাস মোকাবিলায় যতটা কার্যকর বলা হয়েছিল, প্রকৃতপক্ষে তার ক্ষমতা অতটা নয়।

চূড়ান্ত বিশ্লেষণ অনুযায়ী, মলনুপিরাভির করোনাজনিত কারণে মৃত্যু ও হাসপাতালে ভর্তির হার কমাতে ৩০ শতাংশ সক্ষম। অথচ, গেল অক্টোবরে প্রকাশিত তথ্যে বলা হয়েছিল, ওষুধটির কার্যকারিতা প্রায় ৫০ শতাংশ। সেই সময় ৭৭৫ জন রোগীর ওপর পরিচালিত পরীক্ষায় এ সিদ্ধান্ত নিয়েছিলেন গবেষকরা। তবে পরের ধাপে ১ হাজার ৪৩৩ জন রোগীর ওপর পরীক্ষা চালিয়ে দেখা যায়, ওষুধটির ক্ষমতা পূর্বধারণার চেয়ে অনেক কম।

এদিকে, মলনুপিরাভির কম কার্যকর খবর ছড়ানোর পরপরই মার্কের শেয়ারে ধস নেমেছে। শনিবার (২৭ নভেম্বর) দিনের প্রথমভাগের লেনদেনে তাদের শেয়ারের দর ৩ দশমিক ৫ শতাংশ কমে ৭৯ দশমিক ৩৯ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। অবশ্য করোনার বিরুদ্ধে লড়াইয়ে টিকার পাশাপাশি এখনো আশার আলো দেখাচ্ছে ফাইজারের ওষুধ প্যাক্সলোভিড। প্রাথমিক পরীক্ষায় এটি করোনা রোগীদের মৃত্যু ও হাসপাতালে ভর্তি ৮৯ শতাংশ কমাতে সক্ষম বলে জানানো হয়েছে। যদিও এখনো মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের ছাড়পত্র পায়নি ওষুধটি।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top