ভারতের সংসদ ভবনে হঠাৎ আগুন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২১, ০২:৪১

ভারতের সংসদ ভবনে হঠাৎ আগুন

শীতকালীন অধিবেশন চলাকালে ভারতের সংসদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার স্থানীয় সময় সকাল ৮টায় সংসদ ভবনের ৫৯ নম্বর রুমে হঠাৎ লেগে যায় আগুন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এদিন ভারতের সংসদে শীতকালীন অধিবেশনের তৃতীয় দিন চলছিল। আগুন লাগার সময়ে সংসদে অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের তাৎক্ষণিক প্রচেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে বলেও দাবি করছেন অনেকে।

কারণ হিসেবে তারা বলছেন, এই সংসদভবনটি বেশ পুরনো হওয়ায় নতুন একটি সংসদ ভবন নির্মাণ করছে মোদি সরকার। করোনার মধ্যে বিশাল অর্থ খরচে নতুন সংসদ ভবন তৈরির সিদ্ধান্তে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এই সংসদ ভবন যে পুরনো হয়ে গেছে, এবং নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত যথার্থ ছিল, তা দেখাতেই কৌশলে আগুন লাগানো হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top