বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূতের নিয়োগ চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১, ০০:০১

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূতের নিয়োগ চূড়ান্ত

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন পিটার ডি হাস। স্থানীয় সময় শনিবার (১৮ ডিসেম্বর) তার মনোনয়নের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। এরপর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের এক ঘোষণায় এই তথ্য জানানো হয়।

এর আগে জুলাই মাসে বাংলাদেশসহ চার দেশে নতুন রাষ্ট্রদূত মনোনয়ন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেসময় বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসকে মনোনয়ন দেন তিনি। শনিবার (১৯ ডিসেম্বর) জো বাইডেনের সেই মনোনয়নের চূড়ান্ত অনুমোদন দেয় মার্কিন সিনেট।

পিটার হাস বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট এবং অর্থনীতি ও বাণিজ্য বিষয়ের প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট হিসেবে কাজ করছেন।

মার্কিন পররাষ্ট্র দফতরে তার কর্মজীবনে পিটার হাস ভারতের মুম্বাইসহ বিদেশের আরও চারটি মিশন ও কন্স্যুলার সার্ভিসে কাজ করেছেন। ইংরেজির পাশাপাশি হাস ফরাসি ও জার্মান ভাষায় দক্ষ।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top