করোনাভাইরাসের দশম টিকার অনুমোদন দিয়েছে ডাব্লিউএইচও
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ০১:২১
করোনাভাইরাসের দশম টিকার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার (২১ ডিসেম্বর) নোভাক্সোভিড নামেরে এই টিকাটির অনুমোদন দেওয়া হয়।
গেল ১৭ ডিসেম্বর নোভাভ্যাক্সকে জরুরি ব্যবহারের অনুমোদন দেয় হু। এ বিষয়ে হু বলেছে, ‘নোভাভ্যাক্স ও নোভাক্সোভিড একই প্রযুক্তি ব্যবহারে উৎপাদিত টিকা। দুটি টিকাই রেফ্রিজারেটরে ২ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যায়।’ এদিকে নোভাক্সোভিডের বিষয়ে ইএমএ বলেছে, ‘এটা প্রোটিন ভিত্তিক টিকা এবং এটা ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। এই টিকা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশগুলোর টিকাদান কর্মসূচিকে সহায়তা করতে পারবে। বিশেষ করে করোনার কঠিন সময়ে।’
এই টিকা মানবদেহকে এমনভাবে প্রস্তুত করে যাতে করোনার বিরুদ্ধে লড়াই করে সেটাকে পরাজিত করতে পারে। অর্থাৎ ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করার মাধ্যমে এটি করোনার বিরুদ্ধে কাজ করে। এছাড়া ল্যাবরেটরিতে তৈরি করে এই টিকায় এমন এক প্রোটিন ব্যবহার করা হয়েছে যেটা করোনার স্পাইকে প্রোটিনের উপরিভাগে থাকে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ডাব্লিউএইচও
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।