পাইলটের দোষে বিধ্বস্ত হয় বিপিন রাওয়াতের হেলিকপ্টার
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২২, ০৩:১৫
ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারটি পাইলটের ত্রুটির কারণে বিধ্বস্ত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই দুর্ঘটনায় বিপিন রাওয়াত ও তার স্ত্রীসহ মৃত্যু হয় হেলিকপ্টারের সব আরোহীর।
ভারতীয় গণমাধ্যম সংবাদে বলা হয়, তদন্তকারী দলের প্রতিবেদন অনুযায়ী আবহাওয়ার অপ্রত্যাশিত পরিবর্তনের কারণে হেলিকপ্টারটি মেঘের মধ্যে প্রবেশ করে। এর ফলে পাইলট বিভ্রান্ত হয়ে গেলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারের রেকর্ডার ও ককপিটের ভয়েস রেকর্ডার বিশ্লেষণের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের পর এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী দল।
উল্লেখ্য, ৮ ডিসেম্বর ভারতের তামিলনাড়ুর কুন্নুরে বিপিন রাওয়াতকে বহনকারী উড়োজাহাজ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটি চালাচ্ছিলেন উইং কমান্ডার পৃথ্বী সিংহ চৌহান।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: ভারত বিপিন রাওয়াত হেলিকপ্টার
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।