শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

টেক্সাসে ইহুদি উপাসনালয়ে ৪ জনকে জিম্মি

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২২, ০১:০৫

টেক্সাসে ইহুদি উপাসনালয়ে ৪ জনকে জিম্মি

যুক্তরাষ্ট্রের টেক্সাসের কোলেভিল শহরের অঙ্গরাজ্যে ইহুদিদের একটি উপাসনালয়ে চারজনকে জিম্মি করে রেখেছে সশস্ত্র এক ব্যক্তি। এ ঘটনায় সিনাগগটি ঘিরে রেখেছে পুলিশ।

জানা গেছে, শনিবার (১৫ জানুয়ারি) রাতে এক জিম্মিকে ছেড়েও দেওয়া হয়। তার কোনো ক্ষতি করা হয়নি। অন্য কারো কোনো শারীরিক ক্ষতি করার কথা জানা যায়নি।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, স্থানীয় মানুষদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। জিম্মিদের মধ্যে একজন ইহুদি পণ্ডিতও রয়েছেন।

জানা গেছে ‘বন্দি মুক্তির দাবিতে’ ওই সশস্ত্র ব্যক্তি চারজনকে জিম্মি করেছেন।

এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি টুইটারে জানিয়েছেন, ইহুদিদের উপাসনালয়ে অবস্থান নিয়ে চারজনকে জিম্মি করার ঘটনাটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top