উত্তর কোরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ দক্ষিণ কোরিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২২, ০১:৪৫

উত্তর কোরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ দক্ষিণ কোরিয়া

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কারণে আমেরিকা উত্তর কোরিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার তীব্র সমালোচনা করেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির ইউনহ্যাপ বার্তা সংস্থা এ খবর দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে দেশটির ছয় ব্যক্তির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন।

শনিবার (১৫ জানুয়ারি) দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র চা দুক-চুল এ সম্পর্কে বলেন, আমেরিকার এই নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার জনগণের কাছে মানবিক ত্রাণ পৌঁছে দেয়ার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

তিনি আরও বলেন, উত্তর কোরিয়ায় মানবিক ত্রাণ পাঠানোর মাধ্যমে দেশটির ওপর মার্কিন নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাব দূর করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়া চেষ্টা চালিয়ে যাবে।

উল্লেখ্য, উত্তর কোরিয়া সম্প্রতি এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে দুটি নতুন ধরনের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর আমেরিকা পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top