টেক্সাসে হামলার তদন্ত শুরু, আটক ২

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২২, ০১:৫০

টেক্সাসে হামলার তদন্ত শুরু, আটক ২

তদন্ত শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে টেক্সাস অঙ্গরাজ্যের কলিভিল শহরের সিনাগগে (ইহুদি উপাসনালয়) কয়েক ঘণ্টাব্যাপী চলা জিম্মি কাণ্ডের ঘটনার। এতে যুক্ত থাকার সন্দেহে যুক্তরাজ্য থেকে দুই জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় যুক্তরাজ্যে ম্যানচেস্টার থেকে আটক করা হয় তাদের। তবে আটককৃতদের নাম ও বয়স সম্পর্কে কোনো কিছু জানাতে রাজি হয়নি কর্মকর্তারা। এর আগে শনিবার (১৫ জানুয়ারি) কলিভিল শহরের এক ব্যক্তি সিনাগগে ঢুকে যাজকসহ চার ব্যক্তিকে ১০ ঘণ্টা জিম্মি করে রাখেন। পরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের অভিযানের মধ্য দিয়ে অবসান ঘটে এই ঘটনার।

এ ঘটনায় জিম্মিকারী মালিক ফয়সাল আকরাম নিহত হন। জানা গেছে, জিম্মিকারী ব্যক্তি একজন ব্রিটিশ নাগরিক। তার বাড়ি ল্যাঙ্কাশায়ারের ব্ল্যাকবার্ন শহরে। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানায়, তারা স্থানীয় লোকজনের সঙ্গে যোগাযোগ করছে এবং মার্কিন তদন্তে সব ধরনের সহায়তা অব্যাহত রেখেছে। হামলার ওই ঘটনায় চলমান তদন্তের অংশ হিসেবেই আটক করা হয়েছে দুইজনকে।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top