শীতকালীন বরফঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৬ ফেব্রুয়ারী ২০২২, ০৩:২৫
তীব্র ঠাণ্ডা আর শীতকালীন ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলো। বরফঝড়ে বিদ্যুৎসংযোগ ব্যাহত হওয়ায় অন্ধকারে ডুবেছে সেখানকার লাখ লাখ মানুষ।
পাওয়ারআউটেজ ডট ইউএসের তথ্য বলছে, বরফঝড় আঘাত হানার পর টেক্সাস, আরাকানসাস, টেনেসি থেকে শুরু করে ওহাইয়ো, নিউইয়র্কে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষ। এদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে, মার্কিন অঙ্গরাজ্যগুলোতে হিমশীতল বৃষ্টি ও তুষারপাতে গাছের ডালপালায় জমেছে স্বচ্ছ বরফের আস্তরণ। দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেক্সাসের কিছু অংশে প্রবল তুষারপাতের পর দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট।
এ বিষয়ে ইউটিলিটির মুখপাত্র গেল কারসন বলেছেন, এলাকাগুলোতে খুব শিগগির বিদ্যুৎসংযোগ ফের চালু করা সম্ভব নয়। এতে কয়েক দিন লেগে যেতে পারে।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: যুক্তরাষ্ট্র শীতকালীন ঝড় বরফঝড়
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।