হিজাব প্রসঙ্গে ছাত্রীদের সমর্থন জানলেন প্রিয়াঙ্কা গান্ধী
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২২, ০৫:২২
কর্ণাটকে হিজাব পরার কারণে ক্লাসে নিষিদ্ধ হওয়া ছাত্রীদের সমর্থন জানলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। বুধবার (৯ ফেব্রুয়ারি) এক টুইটার পোস্টে তিনি বলেন, কী পোশাক পরবেন পছন্দ করবেন তারা নিজেরা, সংবিধান দ্বারা সে অধিকার সুরক্ষিত।
প্রিয়াঙ্কা গান্ধী টুইটারে লেখেন, বিকিনি কিংবা ঘোমটা, জিন্স অথবা হিজাব যেটাই হোক, তিনি কী পরতে চান তার সিদ্ধান্ত নেওয়া নারীর অধিকার। ভারতীয় সংবিধানে এ অধিকার দেওয়া হয়েছে। নারী হয়রানি বন্ধ করুন। এতে তিনি '#লাড়কি হু, লড়সাকতি হু' (আমি নারী, আমি লড়তে জানি) হ্যাশট্যাগ ব্যবহার করেন। কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধী তার টুইটার পোস্টে 'থাম্বস আপ' ইমোজি দেন।
এর আগে, জানুয়ারির শেষের দিকে উদুপি সরকারি মহিলা কলেজে যখন ছয় ছাত্রীকে হিজাব পরার কারণে ক্লাস করতে দেওয়া হয়নি বলে অভিযোগ তোলেন, তখন থেকে এই বিক্ষোভের সূত্রপাত।
এনএফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।