রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

ইউক্রেনে ৬৪ বেসামরিক নিহত: জাতিসংঘ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২২, ০১:২১

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনে ৬৪ বেসামরিক নিহত: জাতিসংঘ

রাশিয়ার চালানো একের পর এক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় ইউক্রেনে ২৪০ বেসামরিক হতাহত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ৬৪ জন। রোববার (২৭ ফেব্রুয়ারি) জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় সংস্থা (ওসিএইচএ) একথা জানিয়েছে।

ওসিএইচএ জানায়, ইউক্রেন সংঘাতে ২৪০ বেসামরিক হতাহত হওয়ার ব্যাপারে তারা নিশ্চিত হতে পেরেছে। তবে এখন পর্যন্ত তারা দেশটির অনেক এলাকায় আহত বা নিহতদের তথ্য সংগ্রহ করতে পারেনি। তাই এটি বলা চলে প্রকৃত সংখ্য অনেক বেশি। সংস্থাটি আরো জানায়, ইউক্রেনের বেসামরিক অবকাঠামোর ব্যপক ক্ষতি হওয়ায় লক্ষাধিক মানুষ বিদ্যুৎ ও পানির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। যার ফলে সেখানে ‘মানবিক পরিস্থিতির’ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে দেশটির উত্তর, দক্ষিণ এবং পূর্বাঞ্চলের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ।

এর আগে, শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি ২৫ বেসামরিকের মৃত্যু ও ১০২ জন নআহত হওয়ার খবর জানিয়েছিল। সে সময় বিমান ও বোমা হামলায় এসব মানুষের মৃত্যু হয়েছে বলে জানায় তারা।

এনএফ৭১/এনজেএ/২০২২



বিষয়: রাশিয়া


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top