বুধবার, ২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ সেনারা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২২, ০১:৪৯

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ সেনারা

ইউক্রেনে চলমান আগ্রাসনের চতুর্থ দিনে রাশিয়ান সেনারা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) খারকিভের প্রশাসনিক প্রধান ওলেগ সিনেগুবভ এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, স্থানীয় বাসিন্দাদের বাড়ির ভেতরে ও নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী অচিরেই এর উচিত জবাব দেবে। জানা গেছে, ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৪০০ কিলোমিটার পূর্বে এবং রাশিয়ান সীমান্তের ঠিক পাশেই খারকিভ শহরটি অবস্থিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরটি মূলত একটি শিল্পাঞ্চল ও বিশ্ববিদ্যালয় কেন্দ্র। এখানে প্রায় ১৫ লাখ মানুষ বসবাস করেন।

এদিকে যুদ্ধের চতুর্থ দিনেও ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় তুমুল লড়াই চলছে। এরইমধ্যে একটি প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনারা। এছাড়া রাশিয়ার সাড়ে ৩ হাজার সৈন্য নিহত এবং ২০০ জনকে বন্দি করা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের সামরিক বাহিনী।

সূত্র : বিবিসি

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top