পোল্যান্ড সীমান্তে বাড়ছে ইউক্রেন শরণার্থীদের ভিড়
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২২, ০৪:০০
রাশিয়া হামলা চালানোর পর থেকে একের পর এক বোমা, ক্ষেপণাস্ত্র হামলায় প্রকম্পিক হয়ে উঠছে পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন। দেশটির অবকাঠামো ভেঙে পড়ার পাশাপাশি বেসামরিক হতাহতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে আশঙ্কাজনক হারে।
এছাড়া বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতিতে তাই নিজ দেশ ছেড়ে প্রাণভয়ে পাশ্ববর্তী দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিচ্ছেন সেখানকার সাধারণ বাসিন্দারা। ইউক্রেন ও পোল্যান্ডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সীমান্ত হল মেডিকা। ইতোমধ্যে এই সীমান্ত পাড়ি দিয়ে ১ লাখ ১৫ হাজারের বেশি শরণার্থী আশ্রয় নিয়েছে পোল্যান্ডে। পোলিশ কর্মকর্তারা জানিয়েছে, ইউক্রেন থেকে চাইলে যে কেউ তাদের দেশে প্রবেশ করতে পারবে। এমনকি যাদের বৈধ পাসপোর্ট নেই তারাও সেখানে আসতে পারে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) পোল্যান্ডের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় একথা জানিয়েছে। এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার রুশ হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ লাখ ২০ হাজার মানুষ ইউক্রেন ছেড়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।