দ্বিতীয় বৈঠকে বসছে রাশিয়া-ইউক্রেন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২২, ০০:৪৩

দ্বিতীয় বৈঠকে বসছে রাশিয়া-ইউক্রেন

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বুধবার (২ মার্চ) আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রথম বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হয়েছে, সেগুলোর অগ্রগতি নিয়ে আজ আলোচনা হতে পারে। ইউক্রেন-বেলারুশ সীমান্তে অনুষ্ঠিত হবে এই বৈঠক।

এর আগে সোমবার বেলারুশের গোমেল শহরে প্রথম দফা বৈঠক হয়েছিল প্রতিবেশী দুই দেশের প্রতিনিধিদের মধ্যে। কিন্তু সেখান থেকে কোনো সিদ্ধান্ত না আসায় বুধবার দ্বিতীয় দফা আলোচনা শুরু করতে রাশিয়া ও ইউক্রেন—উভয় দেশের প্রতিনিধিরা সম্মত হয়েছেন বলে রুশ সংবাদমাধ্যম আরআইএ নভোস্তিকে নিশ্চিত করেছেন বেলারুশের রাজনীতিবিদ ইউরি ভসক্রিসেনস্কি, যিনি বৈঠকের আয়োজক কমিটির অন্যতম সদস্য।

বেলারুশের গোমেল অঞ্চলে প্রথম দফার বৈঠক হয়েছিল। কিন্তু সেখান থেকে কোনো সিদ্ধান্ত আসেনি।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top