পাকিস্তানের মসজিদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৬ মার্চ ২০২২, ০১:০৩

পাকিস্তানের মসজিদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭

পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জন। আহত হয়েছেন প্রায় ২০০ জন। এ ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। সূত্র: এএফপি

শুক্রবার (৪ মার্চ) পেশোয়ারের কোচা রিসালদারে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।

খাইবার পাখতুনখাওয়া পুলিশের ইন্সপেক্টর-জেনারেল (আইজি) মোয়াজ্জাম জাহ আনসারি সাংবাদিকদের জানিয়েছেন, হামলায় পুলিশের এক সদস্য নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন।

তিনি বলেন, সন্ত্রাসী একা ছিল ও পায়ে হেঁটেই মসজিদে গিয়েছিল। সে প্রথমে মসজিদের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যের ওপর গুলি চালায়। এতে একজন নিহত ও আরেকজন আহত হন। পুলিশের ওপর হামলার পরেই আক্রমণকারী মসজিদের ভেতরে দৌঁড়ে যায় ও বিস্ফোরণ ঘটায়।

এ ঘটনার কয়েক ঘণ্টা পরেই হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় জঙ্গিগোষ্ঠী আইএস। নিজস্ব প্রোপাগান্ডা সাইটে তারা বলেছে, আজ পেশোয়ারের একটি শিয়া মসজিদে আইএস সফল হামলা চালিয়েছে।

এনএফ৭১/এমএ/২০২২

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top