ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ হামলায় নিহত ৯, আহত ৫৭

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২২, ০৪:০৯

ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ হামলায় নিহত ৯, আহত ৫৭

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় পোল্যান্ড সীমান্তের কাছাকাছি লিভভ অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় ৯ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছেন।

রবিবার (১৩ মার্চ) লভিভ অঞ্চলের গভর্নরের বরাত দিয়ে বিবিসি ও আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

লভিভের গভর্নর আরও জানিয়েছেন, আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে (আইপিএসসি) নামের এই সামরিক ঘাঁটিতে রুশ সেনারা ৩০টি রকেট নিক্ষেপ করেছে।

বিবিসি বলছে, হামলার শিকার এই সামরিক প্রশিক্ষণ কেন্দ্রটি পোল্যান্ড তথা ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সীমান্ত থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত। ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, বিশেষ করে শান্তিরক্ষা মিশনের জন্য ২০০৭ সালে আইপিএসসি গঠিত হয়েছিল। এখানে বিদেশি সেনারাও প্রশিক্ষণ নিয়ে থাকে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top