ইউক্রেনকে দেয়া সহায়তা বিলে বাইডেনের অনুমোদন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ০২:০২

ইউক্রেনকে দেয়া সহায়তা বিলে বাইডেনের অনুমোদন

ইউক্রেনে মানবিক ও সামরিক সহায়তায় ১৩.৬ বিলিয়ন মার্কিন ডলারের প্যাকেজের একটি বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (১৫ মার্চ) এ বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর বাইরে আরও ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা বিলে মার্কিন প্রেসিডেন্ট শিগগিরই স্বাক্ষর করবেন বলে জানা গেছে।

এর আগে ইউক্রেনকে সহায়তায় কংগ্রেসে বিলটি পাস হয়। এরপরই যাচাই শেষে পাঠানো হয় বাইডেনের কাছে। ধারণা করা হচ্ছিল, বিনা বাধায় বিলটি ছাড় পাবে।

এক হাজার ৩৬০ কোটি মার্কিন ডলারের প্যাকেজটি ইউক্রেনীয়দের খাদ্য, ওষুধ, আশ্রয়, ইউক্রেন ছেড়ে আসা শরণার্থী এবং অস্ত্র স্থানান্তরের জন্যও এখান থেকে অর্থ ব্যয় করা হবে।

ঐতিহাসিক বিলটিতে স্বাক্ষরের পর টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন প্রেসিডেন্ট বাইডেন নিজেই। তিনি জানান, সেনা পাঠাতে না পারলেও ইউক্রেনে মানবিক ও সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top