বুধবার, ২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১

পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বললেন বাইডেন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ২০:৩১

পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বললেন বাইডেন

ইউক্রেনে ভয়াবহ সামরিক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধীর’ তকম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই প্রথমবার পুতিনের নিন্দা জানাতে কঠোর ‘শব্দ’ ব্যবহার করেন বাইডেন।

বুধবার (১৬ মার্চ) হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিবিসি ও রয়টার্সের তথ্য মতে, এক সাংবাদিক বাইডেনের কাছে প্রশ্ন রাখেন, সব কিছু দেখার পরে, আপনি (বাইডেন) কি পুতিনকে যুদ্ধাপরাধী বলতে প্রস্তুত? জাবাবে বাইডেন প্রথমে ‘না’ বলেন, তবে এতেই চ্যালেঞ্জের মুখে পড়ে উত্তর পাল্টে বলেন, ‘আপনি কি জানতে চেয়েছেন আমি কী বলবো...? হ্যাঁ, আমি মনে করি তিনি একজন যুদ্ধাপরাধী।

এদিকে বাইডেনের এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, আমরা বিশ্বাস করি এই ধরনের ভাষা অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য।

সূত্র : বিবিসি, রয়টার্স, তাস

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top