পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে মনোনয়নপত্র জমা দিলেন শেহবাজ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২, ২৩:২২

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে মনোনয়নপত্র জমা দিলেন শেহবাজ

পাকিস্তানের পরবর্তি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে বিরোধী জোটের প্রার্থী এবং পিএমএল-এন সভাপতি শেহবাজ শরীফ মনোনয়নপত্র জমা দিয়েছেন। দেশটির তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই, ৭০ বছর বয়সী শেহবাজ গতকাল প্রাক্তন ক্রিকেট তারকা ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার জন্য সংসদে বিরোধীদের নেতৃত্বে ছিলেন।

ধারণা করা হচ্ছে সোমবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাওয়া ভোটের মাধ্যমে ইমরান খানের পরিবর্তে নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেহবাজ।

এদিকে, ইমরান খানের দলটি প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রীকে প্রার্থী হিসাবে মনোনীত করার জন্য মনোনয়নপত্র জমা দিয়ে জানিয়েছে যে সে হেরে গেলে তাদের সংসদ সদস্যরা একসাথে সবাই পদত্যাগ করবেন।

এর আগে, রবিবার (১০ এপ্রিল) মাঝরাতে টানটান নাটকের মধ্যদিয়ে পতন হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top