ইউক্রেনকে ৮০ কোটি ডলারের সামরিক সহায়তার দেবেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২২, ০০:৩২

ইউক্রেনকে ৮০ কোটি ডলারের সামরিক সহায়তার দেবেন বাইডেন

চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনকে আরও ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার নতুন হামলা মোকাবিলায় ইউক্রেনকে এ প্যাকেজের আওতায় ভারী অস্ত্র সরবরাহ করা হবে বলেও জানানো হয়। সূত্র: আল-জাজিরার।

বাইডেন বলেন, সামরিক সহায়তা ছাড়াও ইউক্রেন সরকারকে সরাসরি ৫০ কোটি ডলারের অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের বন্দরে রাশিয়ার জাহাজ নিষিদ্ধ করা হবে বলেও জানানো তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেনকে রেকর্ড গতিতে সামরিক অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করছে ওয়াশিংটন। এগুলো রাশিয়ার অগ্রগতি থামাতে ইউক্রেনের সেনাদের সাহায্য করবে।

এর আগে অর্থাৎ ১৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেয়। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ও দেশটির পূর্বাঞ্চলে রাশিয়ার হামলা মোকাবিলায় এ সহায়তা দেওয়া হয়।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top