করোনায় শনাক্ত কমলা হ্যারিস
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ০২:২০
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের করোনা শনাক্ত হয়েছে। তবে তার শরীরে কোনো উপসর্গ নেই। এছাড়া সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘনিষ্ঠ সংস্পর্শেও যাননি তিনি। মঙ্গলবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
কমলার প্রেস সেক্রেটারি কিরস্টেন অ্যালেন বলেছেন, ভাইস প্রেসিডেন্ট হ্যারিসের পিসিআর পরীক্ষায় করোনা পজিটিভ ফল এসেছে। তবে তার শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন এবং ভাইস প্রেসিডেন্টের বাসভবন থেকে অফিসের কাজ চালিয়ে যাবেন।
অ্যালেন বলেন, পৃথক ভ্রমণসূচির কারণে সম্প্রতি প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডির ঘনিষ্ঠ সংস্পর্শে যাননি কমলা হ্যারিস। করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলেই কমলা হোয়াইট হাউসে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।
এর আগে, গত মার্চে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৫৭ বছর বয়সী কমলার স্বামী ডো এমহোফ। তবে স্বামী করোনায় আক্রান্ত হলেও সেই সময় নেগেটিভ ছিলেন কমলা।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: করোনা কমলা হ্যারিস
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।