ঈদ উপলক্ষে চীনের রাষ্ট্রদূতের শুভেচ্ছা বার্তা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২২, ০৪:৫৫

ঈদ উপলক্ষে চীনের রাষ্ট্রদূতের শুভেচ্ছা বার্তা

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

সোমবার (২ মে) ঢাকায় অবস্থিত চীন দূতাবাসের ফেসবুক পেজে দেশটির রাষ্ট্রদূতের একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়।

ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার চীনা দূতাবাস ও আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। ঈদ মোবারক।

চীনা রাষ্ট্রদূত আরও বলেন, সময় কত দ্রুত চলে যায়, মহামারির প্রাদুর্ভাবের পর এটি তৃতীয় ঈদুল ফিতর। মহমারি সমগ্র বিশ্ব ও আমাদের জীবনকে নানাভাবে বদলে দিয়েছে। সৌভাগ্যক্রমে পরিস্থিতি এখন ভালোর দিকে।  সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথার্থই বলেছেন যে বাংলাদেশ সফলভাবে মহামারি নিয়ন্ত্রণ করেছে। করোনা মোকাবিলা করেও দেশটি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সক্ষম। এটি আমাকে অনুপ্রাণিত করে। আর আমি এটি বলতে পেরে গর্বিত যে চীন আপনাদের মহান অর্জনে যথাযথ অবদান রেখেছে।

লি জিমিং বলেন, মহামারি ছাড়াও বিশ্ব এখন অস্থিতিশীল ও ঝুঁকির মুখোমুখি। এ ধরনের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং সম্প্রতি একটি বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগের প্রস্তাব করেছেন। যেখানে তিনি অভিন্ন, ব্যাপক সহযোগিতামূলক এবং টেকসই নিরাপত্তার রূপকল্পের কথা বলেছেন।  আমি আশা করি, এ রূপকল্প আমাদের বিশ্বকে একটি নিরাপদ ও সুসামঞ্জস্য ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। পরিশেষে প্রিয় বাংলাদেশি ভাই ও বোনদের আমি আবার আন্তরিক শুভেচ্ছা জানাতে চাই।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top