• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৯ মে ২০২২, ০৮:০৫

জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া

রাশিয়া সফলভাবে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। শনিবার (২৮ মে) এই পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। রাশিয়া এমন সময় এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো যখন দেশটি ইউক্রেনে হামলা জোরদার করছে।

রুশ প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ব্যারেন্টস সাগরে নোঙ্গর করা অ্যাডমিরাল গরশকভ ফ্রিগেট থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে। এটি এক হাজার কিলোমিটার দূরে শ্বেত সাগরের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। নতুন অস্ত্র পরীক্ষা প্রকল্পের আওতায় এই পরীক্ষা চালানো হয়েছে।

২০২০ সালে প্রথম আনুষ্ঠানিকভাবে জিরকন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে ‘বড় ঘটনা’ হিসাবে বর্ণনা করেছিলেন। শব্দের চেয়ে পাঁচ থেকে ১০ গুণ বেশি গতিতে এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি সর্বোচ্চ এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। যুদ্ধ শুরুর পর বেশ কয়েকটি কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল রাশিয়া। তবে এর অধিকাংশই সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়নি।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top