ইউক্রেনে রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৬ জুন ২০২২, ০৬:৫৮

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালিয়েছে রাশিয়া। রোববার ভোরে রাশিয়ার টিইউ-৯৫ বোমারু বিমান থেকে রাজধানীর পূর্বাঞ্চলের জেলাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে জানিয়েছে রয়টার্স।

মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, অন্তত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি। ডারনিটস্কি ও ডিনিপ্রোভস্কি জেলায় হামলার ঘটনা ঘটেছে।

প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফের সহকারী সেরহি লেশচেঙ্কো জানিয়েছেন, রেলওয়ে অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা কিয়েভের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। পূর্ব ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে যেসব টি-৭২ ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান সরবরাহ করেছিল সেগুলো ধ্বংস করা হয়েছে। এগুলো একটি রেলওয়ে বগি মেরামত কারখানায় রাখা হয়েছিল।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর স্থানীয় সময় সকাল ৬টার দিকে রাশিয়ার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

এক বিবৃতিতে বিমান বাহিনী বলেছে, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, কাস্পিয়ান সাগর থেকে রাশিয়ানরা টিইউ-৯৫ যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছুড়েছিল।’

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top