ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করছে

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৫

ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করছে

ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া সম্ভবত প্রথমবারের মতো ইরানের তৈরি ড্রোন ব্যবহার করেছে। ব্রিটেনের প্রতিরক্ষা গোয়েন্দা দপ্তর বুধবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার কিয়েভ ইরানের তৈরি ‘শাহেদ -১৩৬’ নামের একটি ড্রোন ভূপাতিত করেছে।

গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ড্রোনটি ‘একমুখী আক্রমণ’ চালাতে পারে এবং এটি মধ্যপ্রাচ্যে ব্যবহৃত হয়েছে। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের কাছে ড্রোনের গুলিবর্ষণ থেকে বোঝা যায় যে, রাশিয়া ইউক্রেনের ভূখণ্ডের গভীরে সামরিক স্থাপনা লক্ষ্য করে কৌশলগত অস্ত্রের পরিবর্তে দ্রুতগামী অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা জানিয়েছে, রাশিয়া প্রায় নিশ্চিতভাবেই নিষেধাজ্ঞার কবলে থাকা ইরান ও উত্তর কোরিয়ার মতো দেশ থেকে অস্ত্র সংগ্রহ করছে। কারণ তাদের অস্ত্রের মজুদ কমে যাচ্ছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top