বেয়াইসহ ২৬ জনকে ক্ষমা করলেন ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০, ০০:০৪

বেয়াই চার্লস কুশনারসহ ২৬ জনকে ক্ষমা করলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ তিনি আইনি প্রক্রিয়া থেকে মুক্তি দিলেন তাদের।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা ও বিবিসি'র প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, মুক্তিপ্রাপ্তদের তালিকায় রয়েছেন জামাতা জ্যারেড কুশনারের বাবা চার্লস কুশনার (ট্রাম্পের বেয়াই), পল ম্যানাফোর্ট, ট্রাম্পের দীর্ঘদিনের পরামর্শদাতা রজার স্টোনের মতো ঘনিষ্ঠরা।

এ ধরনের ক্ষমা সাধারণত মার্কিন প্রেসিডেন্টরা ক্ষমতায় থাকার শেষদিন করেন। কিন্তু ট্রাম্প আগেভাগেই ক্ষমা ঘোষণা করলেন।

দেশটির রাজনৈতিক বিশেষজ্ঞরা জানান, ট্রাম্প এখন পর্যন্ত ক্ষমা করার জন্য যে কটি আবেদন মঞ্জুর করেছেন, তার প্রত্যেকটির সঙ্গে হয় তার নিজস্ব যোগাযোগ রয়েছে, অথবা রাজনৈতিক কোনো যোগ রয়েছে। বিচারব্যবস্থাকে পাশ কাটিয়ে বেশিরভাগ সময়ই ট্রাম্প ক্ষমা করার আবেদন সরাসরি অভিযুক্ত বা রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে শুনেই ক্ষমা ঘোষণা করে দিচ্ছেন।

জানা গেছে, মঙ্গলবার (২২ ডিসেম্বর) তিনি এমন ১৫ জনের ক্ষমা মঞ্জুর করেছেন, যাদের মধ্যে রয়েছেন সাবেক রিপাবলিকান কংগ্রেস সদস্যসহ এমন কয়েকজন, যাদের বিরুদ্ধে যুদ্ধের সময় সাধারণ ইরাকি নাগরিকদের হত্যা করার অভিযোগ রয়েছে।

এনএফ৭১/জেএস/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top