যৌথবাহিনী গঠনে বেলারুশে রাশিয়ার সেনারা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২, ১০:৫৫

যৌথবাহিনী গঠনে বেলারুশে রাশিয়ার সেনারা

নতুন যৌথবাহিনীতে যোগ দিতে বেলারুশে পৌঁছেছে রাশিয়ার সেনাদের প্রথম ইউনিট। শনিবার মিনস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় বলেছে, ‘আঞ্চলিক জোট বাহিনীর জন্য রাশিয়ার সেনাদের প্রথম কনভয় বেলারুশে পৌঁছেছে। এককভাবে সীমান্তের সুরক্ষা এবং প্রতিরক্ষা শক্তিশালী করা’ তাদের মিশনের উদ্দেশ্য।’ অবশ্য এই সেনা মোতায়েনের ফলে বেলারুশের সেনারা রুশ বাহিনীর সাথে যৌথভাবে ইউক্রেনে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্ত্রণালয় প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, ঐতিহ্যবাহী পোশাক পরিহিত নারীরা সেনাদের স্বাগত জানাযচ্ছে এবং তাদের হাতে রুটি ও লবণ দিচ্ছে।

গত সোমবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো দাবি করেছিলেন, ইউক্রেন তার দেশে আক্রমণ করার ষড়যন্ত্র করছে। এ কারণে মস্কোর সাথে যৌথবাহিনী গঠন করতে যাচ্ছে মিনস্ক।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top