পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলা, ৬ ফিলিস্তিনি নিহত

রায়হান রাজীব | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২, ০২:০৯

ইসরায়েলি বাহিনীর হামলা

মঙ্গলবার (২৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি বাহিনীর হাতে ৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় অন্তত ২১ জন আহত হন।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছে, ইসরায়েলের গুলিতে ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১ জন নিরস্ত্র ছিলেন।

পরবর্তীতে ইসরায়েলি বাহিনী রাস আল-আইন এলাকায় একটি বেসামরিক যানবাহনে বোমাবর্ষণ করে। এতে আরেকজন ফিলিস্তিনি মারা যায়।

আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলি স্নাইপাররা নাবলুসের শহরের কেন্দ্রমুখী ভবন এবং ছাদে অবস্থান করে নিয়ে ড্রোন ব্যবহার করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ফাতাহ আন্দোলনের এক মুখপাত্র জানান, সকালে বিপুল সংখ্যক ইসরায়েলি সেনা সদস্য নাবলুস শহরে ঢুকে পড়ে। এ সময় ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে কিছু জানায়নি। তারা শুধু বলেছে, তাদের বাহিনী নাবলুসে কাজ করছে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নাবলুসে জনগণের বিরুদ্ধে এই আগ্রাসন বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন। স্থানীয় সূত্রগুলো এটিকে ‘নরকের দৃশ্য’ হিসেবে আখ্যায়িত করেছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top