১১৫ বছরের মধ্যে সর্বোচ্চ লোকসান সুইস ব্যাংকের

রায়হান রাজীব | প্রকাশিত: ১ নভেম্বর ২০২২, ০৬:৩৮

 সুইস ব্যাংক

চলতি বছরের প্রথম ৯ মাসে ১৪২ দশমিক ৬০ বিলিয়ন ডলার লোকসান গুনেছে সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি)। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকটির ১১৫ বছরের ইতিহাসে যা সর্বোচ্চ। খবর রয়টার্সের।

সোমবার (৩১ অক্টোবর) এসএনবি জানিয়েছে, ক্রমবর্ধমান সুদের হার এবং শক্তিশালী সুইস ফ্রাঙ্ক কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি বিনিয়োগের মূল্য হ্রাস করেছে।

এসময়ে ১৪২ দশমিক ২ বিলিয়ন সুইস ফ্রাঙ্ক লোকসান গুনেছে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। মরক্কোর বার্ষিক অর্থনৈতিক উৎপাদনের (১৩২ বিলিয়ন ডলার) চেয়ে যা বেশি। তবে অর্থ তৈরি করার ক্ষমতার কারণে ব্যাংকটি দেউলিয়া হওয়ার সম্মুখীন হয় না।

ইউবিএস অর্থনীতিবিদ আলেসান্দ্রো বি বলেন, এ লোকসান নিঃসন্দেহে অনেক। তবে মাথায় রাখতে এসএনবি সাধারণ কোনো কোম্পানি নয়।

তিনি বলেন, অস্থির পরিবেশের কারণে ইক্যুয়িটি, বন্ড ও স্বর্ণে লোকসান হয়েছে। তবে সুইস ফ্রাঙ্ক শক্তিশালী হয়েছে। সাধারণত, ইক্যুয়িটির মূল্য হ্রাস পেলে বন্ড ও স্বর্ণের দাম বাড়ে। কিন্তু ২০২২ সালে তা ঘটেনি।

এ অর্থনীতিবিদ আরও বলেন, এক্ষেত্রে ‘সাধারণ দেউলিয়া আইন’ প্রযোজ্য নয়। গত বছর ৪১ দশমিক ৪ বিলিয়ন ফ্রাঙ্ক মুনাফা গুনে এসএনবি। সুইস ফ্রাঙ্কের চাহিদা থাকলে তারল্যও থাকবে। ফলে কোম্পানি একেবারে মুষড়ে পড়বে না। সূত্র: চ্যানেল টুয়েন্টিফোর 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top