আবারও সৌদিতে আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ ঘোষণা
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২০, ২২:৫১
আবারও আন্তর্জাতিক রুটে সব ধরনের বিমান চলাচল ১ সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। পাশাপাশি সড়ক ও সমুদ্রপথেও প্রবেশ স্থগিত করা হয়েছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার (২৯ ডিসেম্বর) থেকে নতুন এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
এর আগে ২১ ডিসেম্বর সৌদি আরবে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক বন্ধ ঘোষণা করেছিল দেশটির জেনারেল অথরিটি ফর সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ)।
পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমে জানানো হয়, বিশ্বের কয়েকটি দেশে করোনার নতুন রূপ শনাক্ত হওয়ায় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে কার্গো বিমান এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এ ছাড়া জরুরি প্রয়োজনে বিশেষ বিবেচনায় যাত্রীবাহী বিমান পরিবহনের ক্ষেত্রেও এই নির্দেশনার শিথিলতার কথা জানিয়েছে সংস্থাটি।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়: সৌদি এয়ারলাইন্স ফ্লাইট বন্ধ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।