শেষ পর্যন্ত একটি চুক্তিতে পৌঁছাতে হবে: পুতিন
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২২, ১১:৪১
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ভবিষ্যতে রাশিয়াকে সম্ভবত ইউক্রেনের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে হবে। শুক্রবার কিরঘিজস্তানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।
পুতিন বলেছেন, ‘বিশ্বাস, অবশ্যই শূন্যের কোঠায়, তবে শেষ পর্যন্ত একটি চুক্তিতে পৌঁছাতে হবে। আমি বহুবার বলেছি, আমরা চুক্তির জন্য প্রস্তুত এবং আমরা এর জন্য উন্মুক্ত।’
মিনস্ক চুক্তি নিয়ে রাশিয়ার সঙ্গে জার্মানি বিশ্বাসঘাতকতা করেছে উল্লেখ করে তিনি বলেছেন, ২০১৪ ও ২০১৫ সালে ইউক্রেন ও পূর্ব ইউক্রেনে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে বেলারুশিয়ার রাজধানী মিনস্কে যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা করেছিল ফ্রান্স ও জার্মানি। তারা রাশিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং এখন ইউক্রেনকে অস্ত্র দিয়ে যাচ্ছে।
এর আগে গত বুধবার জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল জেইট সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ইউক্রেনকে তার প্রতিরক্ষার জোরদারের সুযোগ করে দেওয়ার প্রচেষ্টার অংশ ছিল মিনস্ক চুক্তি।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।