শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ইউক্রেন যুদ্ধের অবসানে আলোচনায় প্রস্তুত রাশিয়া: পুতিন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২, ০৭:১৫

ইউক্রেন যুদ্ধের অবসানে আলোচনায় প্রস্তুত রাশিয়া: পুতিন

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া। সরকারি টেলিভিশন চ্যানেল রশিয়া ওয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

পুতিন বলেছেন, ‘আমরা গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে জড়িত প্রত্যেকের সাথে আলোচনা করতে প্রস্তুত, তবে এটি তাদের উপর নির্ভর করে - আমরা যারা আলোচনা করতে অস্বীকার করছি না তাদের ওপরে নয়।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমরা সঠিক পথে কাজ করছি, আমরা আমাদের জাতীয় স্বার্থ, আমাদের নাগরিকদের, আমাদের জনগণের স্বার্থ রক্ষা করছি। আমাদের নাগরিকদের রক্ষা করা ছাড়া আমাদের আর কোন উপায় নেই।’

পশ্চিমারা রাশিয়াকে ছিন্নভিন্ন করার চেষ্টা করছে অভিযোগ করে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘এর মূলে রয়েছে আমাদের ভূ-রাজনৈতিক প্রতিপক্ষের নীতি, যাদের লক্ষ্য রাশিয়াকে, ঐতিহাসিক রাশিয়াকে ছিন্নভিন্ন করা।’

পুতিন রাশিয়াকে একটি ‘অনন্য দেশ’ হিসেবে বর্ণনা করে বলেছেন, রাশিয়ার বিশাল সংখ্যাগরিষ্ঠ জনগণ মাতৃভূমিকে রক্ষা করতে চায়। তিনি বলেন, ‘আমাদের নাগরিকদের ৯৯ দশমিক ৯ শতাংশ, যারা মাতৃভূমির স্বার্থে সবকিছু দিতে প্রস্তুত, তারাই এখানে প্রধান। এখানে আমার কাছে অস্বাভাবিক কিছু নেই।’

‘‘আর এটি আবারও আমার বিশ্বাসকে জাগিয়ে দিয়েছে যে, রাশিয়া একটি ‘অদ্বিতীয় দেশ’ এবং আমাদের অসাধারণ জনগণ আছে। এটি রাশিয়ার অস্তিত্বের ইতিহাসজুড়ে নিশ্চিত করা হয়েছে।’’

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top