সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

চলছে সরকারবিরোধী বিক্ষোভ

রাজনৈতিক অস্থিরতায় উত্তাল পেরু, নিহত ১৭

রাজিউর রেহমান | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৩, ২৩:২৮

পেরুতে সরকারবিরোধী বিক্ষোভ

অগ্রিম নির্বাচন ও সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর জেল থেকে মুক্তির দাবিতে বিক্ষোভে নামে জনতা। খবর আল-জাজিরার।

দেশটির মানবাধিকার কার্যালয় জানায়, জুলিয়াকা শহরে বিক্ষোভকারীরা বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালায়। এরপর সেখানে সংঘর্ষ দেখা দেয়। শহরটিতে সংঘর্ষে নিহতদের মধ্যে দুই কিশোরও আছে। এছাড়া কাছের আরেক শহর চুচুইতোতে বিক্ষোভকারীরা একটি হাইওয়ে অবরোধ করে। এতে একজন নিহত হয়েছেন।

আরও খবর>>>ব্রাজিলে নজিরবিহীন দাঙ্গা-ধরপাকড়, আটক ১৫০০

গত বছরের ডিসেম্বরে কাস্তিলোকে ক্ষমতা থেকে হটানো হয় এবং জেলে পাঠানো হয়। এরপর থেকে দেশটিতে একের পর এক বিক্ষোভ-সহিংসতার ঘটনা ঘটছে। তবে সবশেষ গতকালের সংঘর্ষে নিহতের সংখ্যা সর্বোচ্চ ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।

অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পরই মেক্সিকোর আশ্রয়ে চলে যেতে চেয়েছিলেন পেদ্রো। তবে তার দেহরক্ষীরা তাকে রাজধানী লিমার মেক্সিকান দূতাবাসে আশ্রয় নিতে বাধা দেয়। এর মাত্র কয়েক ঘণ্টা পরে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ভাইস-প্রেসিডেন্ট দিনা বোলোয়ার্তে।

এরপর থেকে দেশজুড়ে বিক্ষোভ করছে কাস্তিলো সমর্থকরা। এতে রাজনৈতিক সংকটে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী দেশটি। 

 

 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top