যুক্তরাজ্যে আবারও কঠোর লকডাউন
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২১, ১৯:৪৬
 
                                        মহামারি করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ রোধে আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে যুক্তরাজ্যে। স্থানীয় সময় সোমবার (৪ জানুয়ারি) প্রধানমন্ত্রী বরিস জনসন টেলিভিশনে দেয়া এক ভাষণে লকডাউনের এই ঘোষণা দিয়েছেন।
বুধবার থেকে কার্যকর হওয়া এই লকডাউন ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত বহাল থাকতে পারে বলে জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘এটা পরিষ্কার যে করোনার নতুন ধরন নিয়ন্ত্রণে রাখতে আমাদের আরও অনেক কিছু করতে হবে। তার মানে হলো সরকার আবারও আপনাদের ঘরে থাকার নির্দেশ দিচ্ছে।
তিনি বলেন, পরিস্থিতির দাবি মেনে ভাইরাসের নতুন স্ট্রেইনটিকে নিয়ন্ত্রণে আনতে সবাইকে একসাথে পদক্ষেপ নিতে হবে। জরুরি কেনাকাটা, শরীরচর্চা ও চিকিৎসা সংক্রান্ত কাজে বাইরে বের হওয়া যাবে। এছাড়া ঘরে কেউ নির্যাতনে শিকার হলে সেক্ষেত্রে বাইরে বের হওয়া যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও লকডাউনের আওতায় থাকবে। মার্চের আগে যে স্কুল খোলার কোনোরকম সম্ভাবনা নেই, তাও স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: যুক্তরাজ্যে লকডাউন কঠোর

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।