চুমু-কাণ্ডে ক্ষমা চাইলেন দালাই লামা
রাজিউর রাহমান | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৩, ১৯:০৩
এক ভারতীয় বালকের ওষ্ঠে চুমু খান তিব্বতের নির্বাসিত বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা। এরপর তিনি সেই বালককে তাঁর জিহ্বা চুষতে বলেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দালাই লামার বিরুদ্ধে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কেউ কেউ তাঁকে পেডোফাইল (শিশুর প্রতি যৌনাকাঙ্ক্ষী) বলে আখ্যায়িত করছেন।
ভিডিওটি টুইটারের ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। জাস ওবেরয় নামের এক ব্যক্তি বলেছেন, এটা কি দালাই লামা! তাঁকে পেডোফিলিয়ার জন্য গ্রেপ্তার করা উচিত। এটা ঘৃণ্য। এ ঘটনায় ক্ষমা চেয়েছেন দালাই লামা। তাঁর কার্যালয় জানিয়েছে, তিনি ওই শিশু ও তার পরিবারের কাছে ক্ষমা চাইতে চান।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত দালাইকে প্রণাম জানাতে এসেছিল এক বালক। এ সময় দালাইয়ের সামনে মাথা নোয়ানো বালককে চিবুক ধরে তার ঠোঁটে চুম্বন করছেন বৌদ্ধ ধর্মগুরু। এরপর তিনি নিজের জিভটি বের করে এনে ওই কিশোরকে বলেন তার জিভটি চুষে নিতে।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, তুমি কি আমার জিভটি চুষে দিতে পারবে? এই ভিডিও ঘিরেই শুরু হয় হইচই। দালাই এক কিশোরের সঙ্গে এমন আচরণের কেন করলেন, তার ব্যাখ্যা খুঁজে পাননি অনেকেই।
সোমবার এই আচরণের ব্যাখ্যা দিয়ে দালাইয়ের বিবৃতিতে বলা হয়েছে, আধ্যাত্মিক গুরু প্রায়শই তার সাক্ষাৎপ্রার্থীদের সঙ্গে ঠাট্টা তামাসা করেন। তার নিষ্পাপ মজা করার ঢঙেই তিনি তা করে থাকেন। এবং ক্যামেরার সামনে, প্রকাশ্যেই করে থাকেন।
নোবেল শান্তি পুরস্কারজয়ী দালাই অবশ্য এর আগেও জড়িয়েছেন বিতর্কে। ২০১৯ সালে নিজের উত্তরসূরি বেছে নেয়া প্রসঙ্গে দালাই বলেছিলেন, যদি কোনো মহিলা দালাই লামা হন, তবে তাকে অনেক বেশি আকর্ষণীয় হতে হবে।
বৌদ্ধদের আধ্যাত্মিক ধর্মগুরু এই মন্তব্য করেছিলেন ব্রিটেনের এক সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে। ততদিনে তিনি তিব্বত থেকে ভারতে এসে আশ্রয় নিয়েছেন। ধর্মশালায় তার সেই পরবাস থেকেই দিয়েছিলেন সাক্ষাৎকারটি। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। পরে ওই বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমাও চাইতে হয়েছিল দালাই লামাকে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।