বাইডেনের শপথের আগে আবারও বিপত্তি

নিরাপত্তা মহড়ার সময় অস্থায়ী তাঁবুতে আগুন, বন্ধ ক্যাপিটল

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২১, ১৭:৪৬

নিরাপত্তা মহড়ার সময় অস্থায়ী তাঁবুতে আগুন

নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে আগে থেকেই নিশ্চিদ্র নিরাপত্তাবলয়ে মুড়ে ফেলা হয়েছে ওয়াশিংটন ডিসিকে। আনুষ্ঠানিকভাবে বুধবার শপথ নেবেন বাইডেন। শপথের আগে আবারও ঘটল বিপত্তি।

নিরাপত্তা মহড়ার সময় সোমবার (১৮ জানুয়ারি) অনুষ্ঠানের কিছুটা দূরে একটি অস্থায়ী তাঁবুতে আগুন লেগে যাওয়ায় আবারও সাময়িকভাবে বন্ধ করতে হয় ক্যাপিটল।

সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্সের খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে। তবে ক্যাপিটল পুলিশ জানিয়েছে এ ঘটনার সাথে শপথগ্রহণ অনুষ্ঠানের কোনো সম্পর্ক নেই।

জানা যায়, সোমবার ক্যাপিটলে মহড়া চলার সময় সেখানে জো বাইডেন সেখানে উপস্থিত ছিলেন না। তখনই ক্যাপিটল থেকে কয়েক কিলোমিটার দূরে একটি অস্থায়ী তাঁবুতে আগুন লেগে যায়।

তবে সেই তাঁবুতে কেউ ছিল না। ওই আগুনে বিপুল ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার অগ্নিনির্বাপণ কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top