যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ২
শাকিল খান | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৪, ১৯:২১

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের পেরি হাই স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৭ বছর বয়সী ছাত্র ষষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। এ সময় আরও চার ছাত্র এবং একজন স্কুল প্রশাসক গুলিতে আহত হয়েছে।
পুলিশ জানায়, ডেস মইনেস থেকে ৩০ মাইল উত্তর-পশ্চিমে প্রায় ৭ হাজার ৮০০ লোকের শহর পেরির হাই স্কুলে সকালে একজন বন্দুকধারী হামলা চালায়। ওই হামলাকারী বাটলার শটগান এবং পিস্তল নিয়ে স্কুলে ঢুকে পড়ে। অন্যদের গুলি করার পর সে নিজেকেও গুলি করে আত্মহত্যা করেছেন। পরে ঘটনাস্থল থেকে হামলাকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আইওয়া ডিভিশন অব ক্রিমিনাল ইনভেস্টিগেশনের সহকারী পরিচালক মিচ মর্টভেট একটি সংবাদ সম্মেলনে বলেছেন, হামলাকারীর নাম ডিলান বাটলার। তিনি একাই হামলার ঘটনা ঘটিয়েছেন। এ সময় বাটলার বিষয়টি বেশ কয়েকটি সামাজিক মাধ্যমেও করেন। সকালে স্কুল শুরু হওয়ার আগে গুলি চালান তিনি। ওই সময় ক্যাম্পাসে খুব বেশি ছাত্র ছিল না।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।