রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

প্রাণ বাঁচাতে বাংলাদেশে মিয়ানমারের ১০৫ সীমান্তরক্ষী

রাশেদ রাসেল | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৪, ১০:৫১

ছবি: সংগৃহীত

জীবন বাঁচাতে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ১০৫ জন সদস্য। এর মধ্যে তুমব্রু সীমান্তে ৬৮ জন এবং ঘুমধুম সীমান্তের ৩৭ জন আশ্রয় নিয়েছে।  

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির সঙ্গে সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটার পর তারা বাংলাদেশে আশ্রয় নেয়। এ ঘটনায় সীমান্তে আতঙ্ক বিরাজ করছে।  

আশ্রয় নেওয়া মিয়ানমার সীমান্তরক্ষীদের মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধও রয়েছেন। গুলিবিদ্ধ আহত দুজনকে কক্সবাজারে হাসপাতালে পাঠানো হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top