রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

হামাসের কাছে জিম্মি থাকা ৩১ ইসরায়েলির মৃত্যু

রাশেদ রাসেল | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:৪১

ছবি: সংগৃহীত

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত চলছেই। ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস তাদের ভুখণ্ড রক্ষার জন্য লড়ছে।  ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে জিম্মি ৩১ জন ইসরায়েলির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে তেল আবিব। যদিও হামাস এ বিষয়ে নিশ্চুপ রয়েছে।

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ২৫ হাজারের বেশী ফিলিস্তিনি, আহত ৫০ হাজারেরও অধিক। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।

ইসরায়েলের দাবি, এখনো ১৩৬ জন জিম্মি গাজায় আটক। তাদের মধ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার দোহায় কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি সাংবাদিক সম্মেলন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। তিনি বলেন, ‘যুদ্ধবিরতি নিয়ে প্রস্তাব হামাসের কাছে পাঠানো হয়েছিল। হামাসের কিছু প্রতিক্রিয়া পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনা করা হবে।’



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top